জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে সাইক গ্রুপ এর জব প্লেসমেন্ট বিভাগ কেয়ার গিভিং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে একটি মত বিনিময় সভার আয়োজন করে।সভায় ইউনাইটেড হসপিটাল,ইশিবী কেয়ারগিভিং এজেন্সির,মাইশা কেয়ার,আয়াত কেয়ার,মাইন্ড সেবা, আপনজন কেয়ার সার্ভিস, প্যারেন্টস কেয়ার, রেসপাইট কেয়ার,তৌফিক হেলথ কেয়ারসহ মোট ১ টি হাসপাতাল এবং ২৫ টি কেয়ারগিভিং এজেন্সি থেকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।প্রথমে সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার ঢাকায় চলমান অকুপেশনের শ্রেনী কক্ষসমূহ আগত অতিথিদের পরির্দশন করানো হয়। এখানে তারা প্রশিক্ষনাথীদের সাথে মতবিনিময় করেন। মূল আলোচনায় উঠে আসে প্রশিক্ষণের শুরু থেকেই প্রশিক্ষনার্থীদের মোটিভেশন দিতে হবে যেনো তারা যেকোন পরিবেশে কাজ করতে সংকোচবোধ না করে। আগত অতিথিরা সাইক এর কার্যক্রম এবং প্রশিক্ষন ব্যবস্থা দেখে জানায়, সাইক থেকে যারা প্রশিক্ষণ নেবে তাদের চাকুরী প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তারা আরো বলেন কেয়ারগিভিং সেক্টর একটি সম্ভবনাময় সেক্টর। এই সেক্টর কে এগিয়ে নিতে আমাদের একসাথে কাজ করতে হবে।